ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


বাঘিনীদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী; মানসম্মত বাসস্থান নিশ্চিতে নির্দেশ


২২ সেপ্টেম্বর ২০২২ ২৩:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে সাফ ট্রপি জয় করা প্রত্যেক নারী ফুটবলারের হাতে প্রাইজ মানি তুলে দেবেন। এছাড়া বাঘিনীদের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, সাফ টুর্নামেন্টে নেপালকে হারিয়ে বাঘিনীরা দক্ষিণ এশিয়ার রানি বনে গেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে তাদের অনেকের বাসস্থানের জরাজীর্ণ ছবি। গতকাল বুধবারই সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রী নির্দেশ দেন, নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমাকে বাড়ি তৈরি করে দেয়ার। এছাড়া এদিন সংবর্ধনা শেষে আঁখি খাতুনও তার প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর কাছে আবদার করেন এক টুকরা ঘরের।

আঁখি বলছিলেন, আপনারা জানেন আমরা যারা নারী ফুটবলাররা আছি, তারা কেউ খুব ভালো ফ্যামিলি থেকে আসি নাই। অনেক কষ্ট করে এসেছি। আমরা প্রায় সবাই আমাদের পরিবারের শেষ সম্বল। আমাদের টাকা দিয়েই সংসার চলে। আশা করছি, প্রধানমন্ত্রী আমাদের নিরাশ করবেন না। ভালো কিছু দেবেন।

এরমধ্যে পরদিনই প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেলো, সাফজয়ী সকল ফুটবলারের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা এসেছে।