সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন: অর্থমন্ত্রী

বাংলাদেশের প্রেক্ষাপটে সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বাংলাদেশে ব্যাংক সুদ ৬/৯ শতাংশ ভালোভাবেই চলছে’।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিশ্বের সব দেশে ব্যাংক ঋণে সুদের হার বাড়ানো হচ্ছে- এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আমাদের ৯/৬ পারসেন্ট ইন্টারেস্ট রেট যেভাবে কার্যকর করেছি; এটা ভালোভাবেই চলছে। আমাদের মতো দেশে ইন্টারেস্ট রেট বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন কাজ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমাদের ফিজিক্যাল ও মনিটরিং অ্যাপ্লাই করে কাজটি করি। বাংলাদেশ ব্যাংক সেই কাজটি করে থাকে।
অর্থমন্ত্রী আরও বলেছেন, ‘দেশে রেমিট্যান্স প্রবাহ ভাল রয়েছে। যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন আমাদের প্রবাসীরা। আমরা তাদের নানাভাবে উৎসাহ দিচ্ছি’।
রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এক দেশের মুদ্রা আরেক দেশে গ্রহণ করতে হলে আন্তর্জাতিক মুদ্রা বিশেষ করে ডলার ব্যবহার করতে হয়। আমাদের যেটা করতে হবে কারেন্সি কিছু অফ করে রাশিয়াকে একসেপ্ট করাতে হবে। তারা গ্রহণ করলে আমরা সেটি কাজে লাগাতে পারবো।