প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনেও নেই পররাষ্ট্রমন্ত্রী

ভারত সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়।
সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা তার সঙ্গে থাকলেও এই সংবাদ সম্মেলনেও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে দেখা যায়নি। তবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাওয়ার সময় একেবারে শেষ মুহূর্তে সফর থেকে বাদ পড়েন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শারীরিক অসুস্থতার কারণে ভারত সফরে যেতে পারেনি বলে ওই সময় জানিয়েছিলেন তিনি।
এই সফরে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, রেলমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের থাকার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ভারতে যেতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে “শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করেছি” এমন মন্তব্যের পর থেকেই দেশে সমালোচনার ঝড় শুরু হয়।
এরপরই তিনি ভারত সফর থেকে বাদ পড়েন বলে অনেকে ধারণা করেছেন।