ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


সাজেদা চৌধুরীর মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


১৩ সেপ্টেম্বর ২০২২ ০৩:৫৭

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব এবং প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় শহীদ মিনারে সাজেদা চৌধুরীর মরদেহ আনা হয়। বিকেল ৪টা পর্যন্ত সেখানে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের পর ঢাকার বায়তুল মোকাররম মসজিদে বাদ আসর শেষবারের মতো জানাজা হবে। এরপর তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।

গতকাল রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দা সাজেদা চৌধুরী।