ঢাকা মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫, ১লা শ্রাবণ ১৪৩২


ব্রিটেনের রানী এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী


১২ সেপ্টেম্বর ২০২২ ০৪:৩২

প্রয়াত ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আগামী ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক‌টি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী ১৫ সেপ্টেম্বর সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখান থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৯ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রে যাবেন।

তবে রানির শেষ কৃত্যানুষ্ঠানে যোগদানের কারণে সরকারপ্রধানের সফরসূচিতে পরিবর্তন আসতে পারে ব‌লেও জানা গে‌ছে।

আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে মারা যান ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে রাজত্ব করা রানী দ্বিতীয় এলিজাবেথ (৯৬)।