ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


বাবুল আক্তা‌রের অভিযোগের বিষয়‌টি তদ‌ন্তেই স্পষ্ট হ‌বে: স্বরাষ্ট্রমন্ত্রী


১১ সেপ্টেম্বর ২০২২ ০১:৫০

বাবুল আক্তার যে অভিযোগ করেছেন সেগুলো বাস্তবসম্মত কিনা তদন্ত হলেই বোঝা যাবে। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, যারা তদন্ত করছেন তাদের প্রধানের বিরুদ্ধেই অভিযোগ, সেক্ষেত্রে তদন্তে গাফিলতির সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। কাজেই সে কখন কী বলেন সেটা তার ব্যাপার। তদন্তের পরেই সব চলে আসবে বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশের মায়ানমার সীমান্ত গোলা এসে পড়েছে কয়েকবার এ বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছেন এমন প্রশ্নে মন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্ত ক্রস করে দুই একটি গোলা আমাদের সীমান্তের কাছাকাছি এসে পড়েছে। আমরা এর প্রতিবাদ করেছি। আমাদের রাষ্ট্রদূতকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ম্যাসেজ দেয়া হয়েছে, সমস্ত কিছু বলা হয়েছে। আমরা মনে করি তারা খুব শিগগিরই তারা সংযত হবেন।