ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


নেতিবাচক রাজনীতি স্বাধীন বাংলাদেশে চলবে না: পরিকল্পনামন্ত্রী


৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:১৭

যেকোনো কাজে হঠাৎ করে বলি হতে দেবো না, করতে দেবো না, ভেঙে ফেলবো- এ সকল নেতিবাচক রাজনীতি স্বাধীন বাংলাদেশে চলবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে তিনদিন ব্যাপী কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বিএনপির উদ্দেশে বলেন, নির্বাচন আসেন, আলোচনা হউক, আইন আছে, সংবিধান আছে, আমাদের নির্বাচন কমিশন আছে, কমিশন রেফারির দায়িত্ব পালন করবে। রেফারি মানবো না বলে খেলা হবে না তা হতে পারে না।

তিনি আরও বলেন, বিশ্ব মন্দা হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো, অলরেডি আমরা কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এ বিষয়ে সরকার সোচ্চার আছে। সকলে মিলে মোকাবেলা করতে হবে।

দাউদকান্দি উপজেলার হাটখোলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেলায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক সচিব আনোয়ার ফারুক। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক- বেনজির আলম, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।