মোমেনের মন্ত্রিত্ব থাকবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: কাদের

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের মন্ত্রিত্ব থাকবে কিনা সেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে কথাবার্তা বলায় হয়তো একটা স্লিপ হয়েছে, এজন্য তার মন্ত্রিত্ব চলে যাবে কিনা এ নিয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিবেন।
উল্লেখ্য, “শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করার দরকার, সেটা করার জন্য তিনি ভারতকে অনুরোধ করেছেন” চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দেওয়া এমন বক্তব্যের পর সরকার ও আওয়ামী লীগে অস্বস্তি তৈরি হয়।