ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


চকবাজারের অগ্নিকাণ্ড নাশকতা নয়: পুলিশ


১৬ আগস্ট ২০২২ ০৮:১০

পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ড নাশকতা নয় বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন সাংবাদিকদের বলেছেন, ‘যেখানে লেগেছে, সেখানে জুতার সোল ও প্লাস্টিকের খেলনার গুদাম ছিল। এ কারণে আগুন বেশি ছড়িয়েছে। এ ঘটনায় যদি কোনো পক্ষের গাফিলতি থাকে, তা তদন্ত করে বের করা হবে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা আমরা অবশ্যই তদন্ত করে বের করব।’

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ড প্রতিরোধের বিষয়ে শুধু পুলিশ নয়, আরও কিছু সংস্থার দায়িত্ব আছে। পুরান ঢাকাকে নিরাপদ করতে সব সংস্থার সমন্বয়ে যা যা করার তা করা হবে।’

সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের কামালবাগের দেবিদ্বার ঘাটের কাছে ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।