ঢাকা শনিবার, ১৯শে জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২


রাজধানীর চকবাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট


১৫ আগস্ট ২০২২ ২৩:৪৫

ফাইল ছবি

রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে।

সোমবার বেলা ১২টার কিছু সময় পর চকবাজারের কামালবাগে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনারুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে ১২টা ৯ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে আরও ইউনিট যোগ হয়। বর্তমানে সেখানে ১০টি ইউনিট কাজ করছে।’

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, বাতাসের কারণে আগুনের তীব্রতা বেড়েছে এবং কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।