ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


পশুপাখিরও খাবার দেন শেখ হাসিনা


২৭ এপ্রিল ২০২১ ০২:২৯

মহামারি করোনাভাইরাসের সঙ্কটকালে দেশের খেটে খাওয়া মানুষের জন্য সহায়তায় সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে সেটা অসহায় মানুষের হাতে পৌঁছাবে। এছাড়া ৩৩৩ এ কল দিয়ে মিলবে খাদ্য সামগ্রী, সেখানেও বরাদ্দ প্রায় ৫৭৪ কোটি। মানুষের সহায়তার পাশাপাশি এই সময়ে পশুপাখির জন্যও খাবার দিচ্ছেন শেখ হাসিনা।

জানা গেছে, গণভবনে প্রতিদিন দুপুরে বানরের জন্য খাবার দেয়া হয়। পাখিদের জন্য পাত্রে রাখা হয় খাবার। গরু, ছাগল, হাস, মুরগি, কবুতরের জন্যও রয়েছে খাবারের বরাদ্দ।