ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


রাত ৯টা পর্যন্ত দোকান-শপিংমল খোলা থাকবে


২৬ এপ্রিল ২০২১ ০১:৩৬

রোজাদারদের কথা বিবেচনা করে দোকান-শপিংমল ও বিপণিবিতান রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে বেচাবিক্রি শেষ করে দোকানপাট বন্ধ করে দিতে হবে। তবে এই সময়ে এসব স্থানে স্বাস্থ্যবিধি পুরোপুরি নিশ্চিত করতে হবে।

রোববার (২৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ‌্যমের সঙ্গে আলাপকালে এ তথ‌্য জানান।

তিনি আরও বলেন, আগে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিপণিবিতান কিংবা দোকানপাট খোলা থাকলেও রোজাদারদের কথা চিন্তা করে নতুন এ সময় বাড়ানো হলো। তবে এ সময় মার্কেট কর্তৃপক্ষকে স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক দূরত্ব নিশ্চিত। এমনকি প্রত্যেককেরই মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। এর ব্যতিক্রম ঘটলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে লকডাউনে শুরু থেকেই বিপণিবিতান খুলে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ী নেতারা। পরে দোকান মালিক সমিতির নেতা ও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসে সিদ্ধান্ত হয় ২৪ মার্চ সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা হবে। সে ঘোষণা অনুযায়ী দোকানপাট, শপিং মল খুললেও ক্রেতাসাধারণের আনাগোনা কম। বিশেষ করে ক্রেতা সাধারণ রমজান মাসের রোজা রাখার পর পরই তারা এসব স্থানে আসেন এবং নিজেদের পছন্দ মতো পণ্য সামগ্রী ক্রয় করেন। কিন্তু এ সময় বেচা বিক্রি কম হওয়ায় ব্যবসায়ীদের পক্ষ থেকে নানা ধরনের আপত্তি আসতে থাকে। পরে তারা সরকার এবং পুলিশের শীর্ষ পর্যায়ে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা অব্যাহত রাখেন। তার ফলশ্রুতিতে রাত ৯টা পর্যন্ত দোকান খোলার সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।