ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


১১ দিন পর খুলেছে দোকানপাট, স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি


২৫ এপ্রিল ২০২১ ১৯:৫২

সংগৃহিত

লকডাউনে ১১ দিন বন্ধ থাকার তালা খুলেছে শপিং মল-দোকানপাটের। সকাল থেকে ক্রেতাও আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সমাগম বাড়তে থাকে। ব্যবসায়িরা বলছেন, সময় বেধে দেয়ায় ভিড় সামাল দেয়া কঠিন হবে। তাই সময় বাড়ানোর দাবি তাদের। স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি বড় শপিং মলগুলোতে।

টানা এগারো দিন পর, ব্যবসা প্রতিষ্ঠান খোলা যাবে। সকাল থেকেই মালিক কর্মকর্তারা ছিলেন ব্যস্ত। দোকানের তালা আর শাটার খেলেন ঠিক দশটার দিকে। কয়েক দিনের বিরতি যেন ময়লার দাগ লাগিয়ে দিয়েছে। পরিস্কার আর সাজ গোছ করে প্রস্তুতি নেন ক্রেতা টানতে।

দোকানীরা জানালেন, বৈশাখের বাজার হারিয়েছেন। রোজাও চলে গেছে ১১টা। তবুও তারা আশায় মৌসুমটা হারাবেন না।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসতে থাকেন ক্রেতা। শিশুদেরও সাথে এনেছেন অনেকে। কিছু মানুষ সচেতন থাকলেও উদাসীনতা অনেকেরই। তবে রাস্তায় আইন শৃংখলা বাহিনীর কোন প্রশ্নে পড়েননি কেউ।

বড় শপিং মলগুলোতে স্বাস্থ্য সতর্কতায় বেশি কড়াকড়ি। মাস্ক, জীবনুনাশক টানেল আর স্যানিটাইজার দেয়া হচ্ছে ক্রেতাদের। নিউ মার্কেট এলাকায় দোকানের বাইরে দখল করা অংশ উচ্ছেদ করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেচাকেনার শর্তে তালা খুলতে সায় দেয় সরকার।

নিউ মার্কেট ব্যবসায়ি সমিতি সভাপতি, ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলছেন, সবকিছুতে কঠোর নজরদারি করছেন।