ঢাকা বুধবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৫, ১০ই আশ্বিন ১৪৩২


চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন


২৪ এপ্রিল ২০২১ ০৪:১২

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কামন্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন (৭০) মারা গেছেন। শুক্রবা (২৩ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার জামাতা রইসুল উদ্দিন সৈকত বলেন, গত ২৮ মার্চ মো. সাহাবুদ্দিনের করোনা শনাক্ত হয়। এরপর তাকে পাশলাইশ ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় নিয়ে আসা হয়। সম্প্রতি অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে পুনরায় ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।