ঢাকা বুধবার, ২৩শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


হেফাজতের ১৬টি মামলার তদন্তে পিবিআই


২২ এপ্রিল ২০২১ ২৩:০৯

দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের করা ১৬টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কক্সবাজার, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ অঞ্চলে সহিংসতার ঘটনায় মামলাগুলো দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করে পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, গত ২৬ মার্চ ও এর পরবর্তী সময়ে হেফাজতের সহিংসতায় সারাদেশে যেসব মামলা হয়েছে, সেগুলো থেকে ১৬টি মামলার তদন্ত পিবিআইকে দেওয়া হয়েছে। পিবিআই প্রধান জানান, মামলার তদন্ত প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আলামত ও সাক্ষ্য সংগ্রহে একটি তদন্ত কর্মকর্তাদের একটি গাইড লাইনও দেওয়া হয়েছে। নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।