ঢাকা রবিবার, ২৭শে জুলাই ২০২৫, ১৩ই শ্রাবণ ১৪৩২


লকডাউনে ব্যাংক খোলা রাখার নির্দেশ মন্ত্রিপরিষদের


১৩ এপ্রিল ২০২১ ২৩:০৭

করোনা সংক্রমণ মোকাবিলায় সরকারঘোষিত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের লকডাউনে দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া নির্দেশের একদিন পর ব্যাংক খোলা রাখতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘১৪ ২১ হতে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আদেশক্রমে অনুরোধ জানানো হলো।’