ঢাকা মঙ্গলবার, ১৮ই নভেম্বর ২০২৫, ৫ই অগ্রহায়ণ ১৪৩২


লকডাউনে জরুরি প্রয়োজনে চলাচল করতে পাস দেবে পুলিশ


১২ এপ্রিল ২০২১ ২২:০৯

লকডাউনে জরুরি প্রয়োজনে চলাচলের জন্য পাস দেবে পুলিশ।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় পুলিশ অডিটোরিয়ামে ‘মুভমেন্ট পাস অ্যাপস’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

এআইজি মিডিয়া সোহেল রানা জানান, অনলাইনে এই অ্যাপসে যে কেউ আবেদন করতে পারবেন। তবে প্রয়োজনের বিষয়টি বিবেচনা করে পাস ইস্যু করা হবে। আর অ্যাপসটিতে কিভাবে প্রবেশ করতে হবে তাও উদ্বোধনের পর জনগণের সামনে তুলে ধরা হবে।