বৃহস্পতিবার থেকে টিকার দ্বিতীয় ডোজ

দেশে গতকাল কোভিড-১৯ টিকা নিয়েছে ৪১ হাজার ৩২২ জন। এ নিয়ে টিকা গ্রহণকারীর সংখ্যা ৫৫ লাখ ৩৯ হাজার ৪৯৪ জন।
এদিকে করোনা ভাইরাস টিকার দ্বিতীয় ডোজ আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। পাশাপাশি প্রথম ডোজ প্রদানও চলবে। রমজান মাসেও টিকা কার্যক্রম চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল সারাদেশে টিকা নিয়েছে ৪১ হাজার ৩২২ জন। এর মধ্যে ১ জনের শরীরের মৃদু পাশর্^প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ হাজার ৩৬৯ জন, ময়মনসিংহে ৪ হাজার ৩৯৫ জন, চট্টগ্রামে ৭ হাজার ৪৬৬ জন, রাজশাহীতে ৬ হাজার ৯৫ জন, রংপুরে ৪ হাজার ৪৬৮ জন, খুলনায় ১ হাজার ৬০০ জন, বরিশালে ১ হাজার ১১০ জন এবং সিলেটে ২ হাজার ৮১৯ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কমিটির সভাপতি মীরজাদী সেব্রিনা ফ্রোরা জানান, আগামী ৮ এপ্রিল শুরু হতে যাওয়া টিকার দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজের টিকাদান কার্যক্রম অব্যাহত রাখা হবে। সোমবার থেকে প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজ টিকা প্রদানের তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। এসএমএসে দেওয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।
তিনি আরও জানান, আসন্ন রমজান ও লকডাউনের সময়েও টিকাদান কার্যক্রম চলবে। তবে এ সময় ভ্যাকসিন কার্ড সঙ্গে নিয়ে আসা আবশ্যক। এই কার্ড দেখিয়ে টিকাগ্রহণকারী রিকশা অথবা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন।