ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২


গাজীপুরে পুলিশ- হেফাজত সংঘর্ষে আহত ২৫


৩ এপ্রিল ২০২১ ০০:৩৪

ছবি- সংগৃহিত

গাজিপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে হেফাজত কর্মীরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে চাইলে পুলিশ বাধা দেয়। আর এতেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । পুলিশ ও হেফাজত কর্মীদের সংঘর্ষের এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

শুক্রবার জুমার নামাজের পর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন হেফাজতের নেতাকর্মীরা।

পুলিশ তাদের রাস্তা থেকে সরাতে গেলে সংঘর্ষে জড়িয়ে পড়েন হেফাজতকর্মীরা। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় পুলিশ ও হেফাজতের কর্মীসহ ২৫ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হেফাজতে ইসলামের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান বলেন, ‘কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য অবস্থান নেন কর্মীরা। এসময় বিনা উস্কানিতে তাদের ওপর হামলা করে পুলিশ। এতে ২০ জন কর্মী আহত হন।’

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমা বলেন, ‘হেফাজতের নেতাকর্মীরা প্রথমে ঈদগাহ মাঠে জমায়েত হন। পরে মিছিল নিয়ে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। মহাসড়ক ছেড়ে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। একপর্যায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং রাবার বুলেট নিক্ষেপ করে। তাদের ছোড়া ইট-পাটকেলে অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হন।’

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।