‘করোনা ভীতি’ নিয়েই সংসদের দ্বাদশ অধিবেশন শুরু

করোনাকালীন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং করোনা ‘নেগেটিভ সার্টিফিকেটধারী’ সাংসদদের অংশগ্রহণে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টায় এ অধিবেশন শুরু হয়েছে। তবে করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় এবারের অধিবেশনের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।
গত ২৮ মার্চ সংসদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, আপনারা দীর্ঘদিন যাবত জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংসদ অধিবেশন কাভার করে আসছেন। কিন্তু করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবারের অধিবেশনে মিডিয়া কাভারেজের লক্ষ্যে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না।
সাংবাদিকদের বাংলাদেশ টেলিভিশন, সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয সংসদের কার্যক্রমের প্রতিবেদন করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
করোনা মহামারির কারণে এর আগের অধিবেশনগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়েছিল। সামাজিক দূরত্ব বজায় রাখতে তালিকা করে আলাদা আলাদা দিকে সংসদ সদস্যদের অধিবেশনে আনা হয়। আগের বারের মতো এবারও সংসদ সদস্যদের করোনার নমুনা পরীক্ষা করে অধিবেশনে অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
করোনা ভাইরাস মহামারিকালীন একাদশ জাতীয় সংসদের শীতকালীন ও নতুন বছরের প্রথম অধিবেশন ১৮ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ২ ফেব্রুয়ারি। নিয়মানুযায়ী বছরের প্রথম ওই অধিবেশনের প্রথম দিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি।
সংবিধানের বিধান মতে, সংসদের দুটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। ফলে ২ ফেব্রুয়ারি একাদশ অধিবেশন শেষ হওয়ার ৫৭ দিন পর আজ বসছে দ্বাদশ অধিবেশন।