ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৫ই শ্রাবণ ১৪৩২


রিজভীর শারীরিক অবস্থার অবনতি


১ এপ্রিল ২০২১ ১৭:২৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা কিছুটা অবনতি ঘটেছে। তার অক্সিজেন লেভেল কমে গেছে। ফলে তার অক্সিজেন সাপোর্ট লাগছে।

হাসপাতালে ভর্তি হওয়ার পর হঠাৎ শারীরিক অবস্থা অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে দলীয় সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

গত ১৬ মার্চ রিজভীর করোনা পজিটিভ হওয়ার পর ১৭ মার্চ থেকে তিনি স্কয়ার হাসপাতালের কোভিড ইউনিটে ১৩০৫ নম্বর কেবিনে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ।