ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৫ই শ্রাবণ ১৪৩২


১ এপ্রিল থেকে লঞ্চ চলবে অর্ধেক যাত্রী নিয়ে


৩১ মার্চ ২০২১ ২১:৫৫

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে। একইসঙ্গে ভাড়াও বাড়ানো হবে।

বুধবার (৩১ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চ, ফেরি ও স্টিমারসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত বৈঠকে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের সিদ্ধান্ত মেনে বাস ও ট্রেনের মতো ১ এপ্রিল থেকে লঞ্চেও অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। এজন্য আজ-কালের মধ্যে লঞ্চ ভাড়া বাড়ানো হবে। লঞ্চের ক্ষেত্রেও বাসের মতো ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিযয়েছে লঞ্চ মালিকরা। এবিষয়ে খুব দ্রুত জানানো হবে।’

করোনার সময়ে প্রয়োজন না হলে স্থানান্তর না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ এসেছে। গতবারের চেয়ে একটু বেশি। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে বা এর ব্যত্যয় ঘটলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, যাত্রী পরিবহনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু আন্তরিকতা ও চেষ্টার কোনো কমতি নেই। মানুষের কর্মচাঞ্চল্য বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী পরিবহন সেক্টরে মানুষের সেবার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন পাবো। নতুন নতুন বাস, ট্রেন ও লঞ্চ পরিবহনে যুক্ত হচ্ছে। ভবিষ্যতে আরও বাড়বে।’

বৈঠকে যে সব সিদ্ধান্ত হয়:
১. করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে সদরঘাটসহ অন্যান্য নৌবন্দরে যাত্রীসহ নৌযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করতে হবে।

২. লঞ্চের অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ে এবং নদীর মাঝপথে নৌকাযোগে যাত্রী উঠালে সংশ্লিষ্ট লঞ্চ মালিক বা চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩. ঈদের আগে ৩ দিন ও ঈদের পরে ৩ দিন নিত্য প্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখতে হবে। রাতের বেলায় সব প্রকার মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে।

৪. আগামী ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত দিনের বেলাও সব বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে।

৫. লঞ্চের যাত্রী ও মালামাল ওভারলোড করা যাবে না। এছাড়া, স্টিমার, লঞ্চ বা স্পিডবোট তেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

৬. যাত্রীবাহী নৌযানে সদরঘাটে ঈদের আগে ও পরে ৫ দিন মালামাল বা মোটরসাইকেল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে।

৭. রাতের বেলায় স্পিডবোট চলাচল বন্ধ করা হবে। দিনের বেলায় স্পিডবোট চলাচলের সময় যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করতে হবে।