ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৫ই শ্রাবণ ১৪৩২


বিদায়বেলায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যা বললেন কাদের মির্জা


৩১ মার্চ ২০২১ ২১:৪৭

টানা প্রায় ২৭ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করার পর হঠাৎ করেই আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিলেন বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।

বুধবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপজেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে ঘণ্টাব্যাপী ফেসবুক লাইভে এসে কাদের মির্জা বলেন, ‘আমি সব অনিয়মকারীদের বিরুদ্ধে কথা বলে এখন সবার কাছে খারাপ হয়ে গেছি। যে দলে সম্মান নেই সেখানে আমি থাকবো না। আমি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হয়েছি। সেখানে থেকেই কাজ করবো।’

দল ছাড়ার ঘোষণার আগে বিদায়বেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি একসঙ্গে না পারলেও আস্তে আস্তে দলের দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরুন। যারা বেশি অনিয়মকারী তাদের দল থেকে বের করে দিন।’

তিনি আরও বলেন, ‘দিনের বেলা আলাদা রাজনীতি করলেও রাতের বেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মিলে হোটেলে একসঙ্গে হয়ে যায়। এরা জাতীয় অপকর্ম কমিটি গঠন করেছে।’

বড় ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে কাদের মির্জা বলেন, ‘তিনি পদ-পদবির জন্য অপশক্তির কাছে মাথা নত করেছেন।’

কাদের মির্জা আরও বলেন, ‘অতীতে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা রক্ষা করে আমি বিদায় নিতে চাই। আমি আর প্রশ্নবিদ্ধ হতে চাই না। আমি দল থেকে বিদায় নিচ্ছি। এতদিন আওয়ামী লীগের মির্জা ছিলাম, আজ থেকে আমি সেই মির্জা নেই। কোনও শক্তি আমাকে আর আওয়ামী লীগের মির্জা বানাতে পারবে না।’

তবে দল থেকে পদত্যাগ করলেও দূর থেকে নিজের ঘোষিত উপজেলা আওয়ামী লীগের কমিটিকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন কাদের মির্জা।

এর আগে বুধবার সকালে অপর এক স্ট্যাটারে কাদের মির্জা লিখেন- ‘গত ২৯ তারিখ পৌরসভার ৮ নং ওয়ার্ডে আমি স্বাস্থ্যবিধি মেনে হিন্দু ধর্মাবলম্বীদের বাৎসরিক উৎসব কীর্তন পরিদর্শন করি। হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে কোন বাধা ছিল না, কিন্তু গতকাল পৌরসভার ৭ নং ওয়ার্ডে আমি স্বাস্থ্যবিধি মেনে ওয়াজ করার অনুমতি দিলে তা প্রশাসন বন্ধ করে দেয়। আমাকে মুসলিম সম্প্রদায়ের মাঝে হেয় প্রতিপন্ন করার জন্য কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কোম্পানীগঞ্জ থানা ওসি এই নেক্কারজনক কাজ করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’