ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৫ই শ্রাবণ ১৪৩২


চট্টগ্রামে বিএনপি নেতা ডা. শাহাদাতসহ আটক ১৫


৩০ মার্চ ২০২১ ০৩:৪১

সংগৃহিত

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নিজের মালিকানাধীন হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। এছাড়া সংঘর্ষের সময় পুলিশের হাতে আটক হন দলটির আরও ১৪ নেতাকর্মী। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয় শাহাদাতকে তার দলের এক নেত্রীর করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার মেহেদি হাসান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, কাজীর দেউড়িতে বিএনপি কার্যালয় নসিমন ভবনের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল ছোঁড়া হয়, তাদের ওপর হামলা করা হয় এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অ্যাকশনে যায় এবং ঘটনাস্থল থেকে বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করে। পরে ডা. শাহাদাতকে তার মালিকানাধীন হাসপাতাল থেকে আটক করা হয়। অভিযানে ডা. শাহাদাতের পিএসকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি আরও জানান, চকবাজার থানায় করা চাঁদাবাজির একটি মামলায় শাহাদাতকে গ্রেপ্তার করা হয়েছে। বিকালে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায়ও তার সম্পৃক্ততা রয়েছে।