ঢাকা বুধবার, ১৫ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


ঢাকায় মোদিবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০


২৬ মার্চ ২০২১ ২১:২৭

ছবি- সংগৃহিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে প্রতিবাদ করতে নামা ইসলামি দলগুলোর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে এই সংঘর্ষ শুরু হয়। মসজিদের উত্তর গেটে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ইটপাটকেল ও পুলিশের ছোড়া রাবার বুলেটে তিন থেকে চারজন সংবাদকর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।


পুলিশের পাশাপাশি ক্ষমতাশীন দলের নেতাকর্মীদেরও মোদিবিরোধীদের প্রতিহত করতে দেখা গেছে। মোদিবিরোধীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছে। অন্যদিকে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ছে। পুলিশের সঙ্গে মোদিবিরোধীদের প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও রয়েছেন।

হেফাজতকর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ বলে স্লোগান দেন। অপরদিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দুই দিনের সফরে আজ সকালে বাংলাদেশে পৌঁছেছেন নরেন্দ্র মোদি। তার সফর ঘিরে কোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না বলে আগেই সতর্ক করে দিয়েছিল পুলিশ।