ঢাকা বৃহঃস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫, ১৬ই শ্রাবণ ১৪৩২


রাজশাহীতে বাস-মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১৭


২৬ মার্চ ২০২১ ২১:২০

ছবি- সংগৃহিত

রাজশাহীর কাটাখালীতে বাস-মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কাটাখালীর কাপাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় মাইক্রোবাসটি রাজশাহীর দিকে আসছিল।

এসময় কাটাখালীর কাপাশিয়া এলাকায় দুটি গাড়ির সঙ্গে স্থানীয় একটি লেগুনার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১১ জন পুড়ে মারা যান।

এ ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে এই ৬ জনও মারা যান।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে ৪ জন নারী, ২ জন শিশু এবং বাকি সকলে পুরুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।