ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সকাল ৯টা থেকে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক


১৫ মার্চ ২০২১ ০৫:১১

মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে অবশ্যই ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ দপ্তরে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার। সেবাগ্রহণকারীদের সুবিধার জন্য এবং কাজে গতি বাড়াতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ গত বুধবার (১০ মার্চ) সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে।

সেখানে বলা হয়েছে, জরুরি পরিস্থিতি ছাড়া সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসকক্ষে অবস্থানের জন্য নির্দেশ দেয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ পর্যায়ের দপ্তরগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেক কর্মকর্তাকে সম্প্রতি অফিসকক্ষে পাওয়া যাচ্ছে না। ফলে জনসাধারণ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ সংস্থাপন অসম্ভব হয়ে পড়েছে। এতে সাধারণ নাগরিকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি সরকারি কাজের গতিও শ্লথ হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জনস্বার্থে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে সকাল ৯টায় অফিসে এসে অত্যাবশ্যকীয়ভাবে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করেছে। পাশাপাশি ২০১৯ সালের ২৭ আগস্ট জারিকৃত এ সংক্রান্ত পরিপত্রের কথাও মনে করিয়ে দেয়া হয়েছে।