ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


সন্ধ‌্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


১৫ ডিসেম্বর ২০২০ ২২:১২

বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ‌্যা সাড়ে ৭টায় গণভবন থেকে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে এ তথ‌্য জানানো হয়। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টেলিভিশনগুলো তার বক্তব‌্য সম্প্রচার করবে।

উল্লেখ‌্য, আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করে এদিন বীর বাঙালি ছিনিয়ে এনেছিল লাল-সবুজের পতাকা। বিশ্বের মানচিত্রে ঠাঁই করে নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

তথ‌্যসূত্র: বাসস