ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১,৭৯৯


১৪ ডিসেম্বর ২০২০ ২২:৩৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরেও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৮৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১,৭৯৯ জন। মোট শনাক্ত ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৪৯ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন। সোমবার (১৪ ডিসেম্বর)স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরেও জানানো হয়, ১৪০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৪২ টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৮২৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৯ লাখ ৮৬ হাজার ৪৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক শূন্য ৯শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।।