ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


ভার্চুয়ালি হবে একুশে বইমেলা


১২ ডিসেম্বর ২০২০ ১৯:০৫

করোনা মহামারীর উদ্ভূত পরিস্থিতিতে বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২১’ স্টল বসিয়ে অনুষ্ঠিত হচ্ছে না। তবে ভার্চুয়ালি মেলার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি।

শুক্রবার বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. জালাল আহমেদ বলেন, গত (বৃহস্পতিবার) বাংলা একাডেমির কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে করোনার কারণে বইমেলা ভার্চুয়ালি হবে। এজন্য সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে। ভার্চুয়ালি মেলার আয়োজন করতে যা যা করা দরকার সব প্রস্তুতি নেয়া হচ্ছে। আর যদি করোনা পরিস্থিতির উন্নতি হয় তাহলে স্টল বসিয়ে পরে মেলার আয়োজন করা হবে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে জানিয়েছিলেন, করোনার পরিস্থিতিতে বইমেলা না করার জন্য তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাবনা পাঠিয়েছেন। যদি মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে।

উল্লেখ্য, আসন্ন বইমেলার স্টল বরাদ্দের শেষ সময় ছিল ৭ ডিসেম্বর। এই সময়ের মধ্যে মাত্র ৮৬ জন স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ চেয়ে আবেদন করেন।