ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


২৪ ঘণ্টায় করোনায় ১৯ জনের মৃত্যু


১১ নভেম্বর ২০২০ ২২:৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১২৭ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৭৩৩ জন। মোট শনাক্ত ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৫ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১১৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৮৭ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৪ লাখ ৮৪ হাজার ৬৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৬৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।