ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


বদলি হল ২৭৪ বিচারক


২ অক্টোবর ২০১৮ ২৩:০৯

সরকার বিচার প্রশাসনে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজসহ সমমর্যাদার ২৭৪ জন বিচারককে বদলি করেছে। সোমবার (০১ অক্টোবর) এ বদলি আদেশ জারি করে আইন ও বিচার বিভাগ। আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শে এ রদবদল করা হয়েছে।

আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের জেলা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দফতর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে বুধবারের (৩ অক্টোবর) মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগ দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

বদলি আদেশ পাওয়াদের মধ্যে যারা কোনো ধরনের প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন কিংবা নির্বাচনে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পেয়েছেন তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কিংবা নির্বাচনের দায়িত্ব শেষে বদলি করা কর্মস্থলে যোগ দিতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

এর আগে রোববার (৩০ সেপ্টেম্বর) জেলা জজ এবং সমমর্যাদার ৮ বিচারক পদে রদবদল আনা হয়েছিল।

পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন-