ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


শাহজালালে ৬০ লাখ টাকার সিগারেট জব্দ


২ অক্টোবর ২০১৮ ০৮:৩৫

সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ সময় ১ লাখ ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়।

সোমবার (০১ অক্টোবর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহা-পরিচালক (ডিজি) ড. শহিদুল ইসলাম রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৩০ সেপ্টেম্বর) রাতে বিমানবন্দরের গ্রীণ চ্যানেল এলাকা থেকে এসব সিগারেটগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। সিগারেটগুলো ইজি, ডানহিল ও বেনসন ব্রান্ডের।

শুল্ক গোয়েন্দার ডিজি জানান, কুয়েত থেকে ছেড়ে আসা কেইউ ২৮৩ ফ্লাইটে রোববার দিবাগত রাত ২টার সময় শাহজালাল বিমানবন্দরে এসব সিগারেটগুলো আসে। যা পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ৬৬০ কার্টনে পাওয়া যায়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারে যে উক্ত ফ্লাইটে বিপুল পরিমাণ সিগারেট আসবে। এ প্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা দল ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে।

কুয়েত ফ্লাইটের জন্য নির্ধারিত ৪নং ব্যাগেজ বেল্ট হতে ব্যাগ সংগ্রহ করে জনৈক যাত্রী গ্রীন চ্যানেলের দিকে যাওয়ার প্রাক্কালে শুল্ক গোয়েন্দা দল তাকে চ্যালেঞ্জ করে তার পাসপোর্ট দেখতে চায়। পরবর্তীতে যাত্রী তার পাসপোর্ট রেখেই ভীড়ের মধ্যে পালিয়ে যায়।

এছাড়া ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় আরো ২টি লাগেজ পাওয়া যায়। অন্যদিকে সৌদি এয়ারলাইনস এর এসভি ৮০২ ফ্লাইটের জন্য নির্ধারিত ৫নং বেল্ট হতে পরিত্যক্ত অবস্থায় আরো ২টি লাগেজ পাওয়া যায়। সবগুলো লাগেজ স্ক্যান করে বিপুল পরিমাণ সিগারেটের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে কাস্টমস হলে রাত ৩টার সময় বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজগুলো খুলে সিগারেটগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও ডিজি জানিয়েছেন।

একেএ