ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


দেশে ফিরে সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী


১ অক্টোবর ২০১৮ ২০:০৪

ছবি ফাইল ফটো


স্টাফ করেসপন্ডেন্ট
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটটি আজ সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হয়। রোহিঙ্গাদের আশ্রয়দানে মানবিক ও দায়িত্বশীল নীতির জন্য ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ ও ‘২০১৮ স্পেশাল ডিস্টিংকশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। শনিবার বিকালে নিউ ইয়র্ক থেকে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্য রওনা হন শেখ হাসিনা। লন্ডনে যাত্রাবিরতি শেষে বিমানে দেশের পথে রওনা হন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এছাড়া বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
আরকেএইচ