ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


করোনাভাইরাসে মারা গেল আরও দুই চিকিৎসক


১ জুলাই ২০২০ ২০:২০

ছবি অনলাইন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুজন চিকিৎসক মারা গেছেন। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের পেডিয়াট্রিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম সারোয়ার এবং অন্যজন ইমপালস হাসপাতালের গ্যাস্ট্রো-এন্টারোলজি ও হেপাটোলজি বিভাগের চিকিৎসক মোহসীন কবীর। আজ বুধবার (১ জুন) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় এ দুই চিকিৎসক মারা যান।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘ডা. গোলাম সারোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্র ছিলেন। বুধবার ভোররাত ৪টায় ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।’ ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘ডা. মোহসীন কবীর ময়মনসিংহ মেডিকেল কলেজের ২২তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনিও আজ ভোররাতে ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’ এ দুজন চিকিৎসককে নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৫৭ চিকিৎসকের মৃত্যু হলো। এ ছাড়া ইতোমধ্যে করোনার উপসর্গ নিয়ে আরো আটজন চিকিৎসক মারা গেছেন বলে জানান ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক।