বাংলাদেশ পেল প্রথম নারী মেজর জেনারেল

বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী মেজর জেনারেল হলেন সুসানে গীতি। বাংলাদেশ সেনাবাহিনীর এ পদে প্রথম নারী হিসেবে পদোন্নতি পেয়েছেন আর্মি মেডিক্যাল কর্পের এ অধ্যাপক।
রবিবার (৩০ সেপ্টেম্বর) সেনাবাহিনী সদর দপ্তরে তাকে র্যাংক পরিয়ে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ ও লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক।
পদোন্নতি পাওয়ায় সুসানে গীতি এখন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজিতে কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার পদোন্নতিতে বাংলাদেশ সেনাবাহিনীর এক যুগের সূচনা হলো।
এসএ