ঢাকা রবিবার, ২৫শে মে ২০২৫, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২


জনসভার অনুমতির জন্য পুলিশ কমিশনারের কার্যালয়ে বিএনপি


২৯ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩০

রোববার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যাচ্ছে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল।

শনিবার (২৯সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রতিনিধি দলটি পুলিশ কমিশনারের কার্যালয়ে যাচ্ছেন।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী ও দলের সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ।

বিষয়টি নতুন সময়কে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

আইএমটি