ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


দেশে করোনা আক্রান্ত আরেকজনের মৃত্যু, বেড়েছে আক্রান্তের সংখ্যাও


২১ মার্চ ২০২০ ২০:৪২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সময় যাচ্ছে তার নিজ গতিতে। সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পুরো বিশ্ব এখন আতংকে। বাড়ছে দেশের মধ্যেও আতংক। গতকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২০ জনের মত। আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৪। এছাড়া আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় দেশে মৃত্যের সংখ্যা দাড়ালো ২।

শনিবার (২১ মার্চ) দুপুরে মাহখালীতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনাভাইরাস সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শনিবার (২১ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে একদিনে ১৩৩৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৩৮৫ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৫৩৩ জন। চীনের পর সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে একদিনেই ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জনে।

 

নতুনসময়/আইকে