ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


বাবার কথা রাখতে নজরুলকে সম্মান দেখিয়ে যা বললেন সালমান


১০ ডিসেম্বর ২০১৯ ০৩:৪২

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য বিশেষ বিপিএলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার (৮ নভেম্বর) ছিল বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে এসেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। অনুষ্ঠান মঞ্চে কথা বলার এক পর্যায়ে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে সম্মান প্রদর্শন করেন তিনি।

সালমান খান বলেন, ‘আমার বাবা আমাকে বলেছেন, তুমি যখন মঞ্চে উঠবে তখন একজন মানুষের নাম অবশ্যই উল্লেখ করবে। তিনি হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম আমার বাবা তার একজন বড় ভক্ত। তিনি তার অধিকাংশ কবিতাই পড়েছেন।’