ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


ড্রাইভিং লাইসেন্স নেই, চালক গুণলেন ৫০০০ টাকা


৩ ডিসেম্বর ২০১৯ ০৭:২২

শুরু হয়ে গেছে নতুন সড়ক আইনের প্রয়োগ, করা হচ্ছে নতুন আইন অনুযায়ী বড় অঙ্কের জরিমানা। এমনই এক জরিমানার শিকার হলেন বাংলাদেশ নদী রক্ষা কমিশনের কর্মকর্তা শাহাদাত সরকার। ড্রাইভিং লাইসেন্স না থাকায় মহাখালীতে সার্জেন্ট মেহেদী কর্তৃক ৫০০০ টাকা জরিমানা প্রাপ্ত হন শাহাদাত। ঘটনাটি ঘটে সোমবার (২ ডিসেম্বর) দুপুরে।

নতুন আইনের প্রয়োগ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের যুগ্ম কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, এটি নিয়ে ধোঁয়াশার কোনো অবকাশই নেই। যে দিন থেকে আইন কার্যকর হয়েছে, সে দিন থেকেই আইনের প্রয়োগ ঘটিয়েছি আমরা। আমরা গতকাল (১ ডিসেম্বর) থেকেই আইন ভাঙার অপরাধে জরিমানা আরোপ শুরু করেছি। এবং এটি চলমান আছে, থাকবে। সকল যান চালককে নতুন সড়ক আইন মেনে চলারও পরামর্শ দেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা।