ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


রাজধানীতে গণপরিবহন সংকটে ভোগান্তিতে যাত্রীরা


২১ নভেম্বর ২০১৯ ০০:২৪

রাজধানীতে হঠাৎ গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। কার্যকর হওয়া নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে শ্রমিকরা বাস চালাতে অস্বীকৃতি জানাচ্ছেন। ফলে বাধ্য হয়ে বাস বন্ধ রেখেছেন অনেক মালিক। এছাড়া অন্য কেউ নামালেও সেগুলো চলতেও বাধা দিচ্ছেন শ্রমিকরা।

গত কয়েকদিনের তুলনায় সড়কে আজ গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।