ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


ভারতকে ১৪৮ রানে আটকে দেওয়াটা দারুণ ব্যাপার ছিল: প্রধানমন্ত্রী


৫ নভেম্বর ২০১৯ ০৩:৫৫

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ভারতের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করে স্বাচ্ছন্দে জয় তুলে নেন টাইগাররা।

ভারতের বিপক্ষে টাইগারদের এই জয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভয়কে জয় না করলে সামনে এগুনো যায় না।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে দিল্লিতে টি-টোয়েন্টিতে ভারতকে হারানোয় বাংলাদেশ দলের প্রশংসা করে এ কথা বলেন তিনি।
সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে শুরু হয় আজকের এ বৈঠক। শুরুতেই তথ্য ও যোগাযোগ খাতে বিশেষ অবদানের জন্য ‘বেস্ট সিটিজেন এনগেজমেন্ট প্রজেক্ট’ পুরস্কারসহ তিনটি ক্রেস্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সভায় ভারত-বাংলাদেশের ম্যাচ প্রসঙ্গ উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, শুরুটা আমাদের ভালোই হল। প্রথমবার ভারতের বিরুদ্ধে জিতলাম। তিন বিভাগে তারা ভালো করেছে। ভারতের মত দলকে ১৪৮ রানে আটকে দেয়াটা দারুণ ব্যাপার ছিল।