ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


কাউন্সিলর মনজুর বিরুদ্ধে অস্ত্র ও মাদকের মামলা


১ নভেম্বর ২০১৯ ২৩:৪৪

সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক ওরফে মনজুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আলাদা দুটো মামলা করেছে র‌্যাব।


র‌্যাব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন বৃহস্পতিবার রাতে রাজধানীর ওয়ারি থানার মামলা দুটি করেন।

র‌্যাব রাতেই কাউন্সিলর মনজুকে থানায় হস্তান্তর করেছে বলে ওয়ারি থানার এসআই মিলন কুমার চ্যাটার্জি জানান।

তিনি বলেন, অস্ত্র মামলায় আসামি করা হয়েছে কেবল মনজুকে। আর মাদক মামলায় মনজুর সঙ্গে তার গাড়িচালক সাজ্জাদও আসামি।

৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনজু ওয়ারী থানা আওয়ামী লীগের নেতা এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটির সদস্য ছিলেন।

বৃহস্পতিবার রাজধানীর টিকাটুলির শহীদ নজরুল ইসলাম রোডের কার্যালয়ে অভিযান চালিয়ে মনজুকে গ্রেফতার করা হয়।

এ সময় তার অফিস থেকে দুটি পিস্তল, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও যৌন উত্তেজক সামগ্রী উদ্ধার করা হয়েছে। অফিসের পর তার হাটখোলা রোডের বাসায়ও অভিযান চালায় র‌্যাব। অভিযানে মনজুর গাড়িচালক সাজ্জাদ হোসেনকেও গ্রেফতার করা হয়।

 

নতুনসময়/আইকে