ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


প্রধানমন্ত্রী লন্ডন থেকে ৭৫ ফাইল ছাড় করেছেন


৫ আগস্ট ২০১৯ ১৯:২৫

ছবি সংগৃহিত

যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত জরুরি ৭৫টি ফাইল ছাড় করেছেন। বাংলাদেশি রাষ্ট্রদূত সম্মেলন এবং অন্যান্য কর্মসূচিতে যোগদানের উদ্দেশে তিনি গত ১৯ জুলাই লন্ডন গিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত জরুরি ৭৫টি ইলেকট্রনিক ফাইল (ই-ফাইল) ডিজিটালি ছাড় করেছেন।’

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র জানায়, এর আগে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে অবস্থানকালে সব জরুরি ফাইল তার কাছে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছিলেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটালাইজেশন কার্যক্রমের সুযোগ গ্রহণ করে। সে অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা জরুরি ফাইলগুলো ই-মেইলের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠান বলে সূত্র জানায়।

তারা জানান, লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক ঢাকার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।-বাসস