ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


দেশে ৩০ লাখ মানুষ বানভাসি


১৮ জুলাই ২০১৯ ১৯:৫০

ছবি সংগৃহিত

দেশের ৩০ লাখের বেশি মানুষ এখন বানভাসি। দশ দিনে প্লাবিত হয়েছে একুশ জেলা। কুড়িগ্রাম, জামালপুর, সিলেট, গাইবান্ধা, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজারে অবস্থা ভয়াবহ।

তবে আগামী ৪৮ ঘণ্টা ভারি বর্ষণের আভাস না থাকায় অবস্থার উন্নতি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের নদ-নদীর ২৩টি পয়েন্টে এখনও পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি কমলেও ব্রহ্মপুত্র-যমুনা-পদ্মার পানি বাড়বে আরও ৪৮ ঘণ্টা। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে কুড়িগ্রাম। এখানকার ৬ লাখ ৯ হাজার ৬০০ মানুষ এখন পানিবন্দি।