ঢাকা বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫, ৪ঠা পৌষ ১৪৩২


শাহিনকে দেখতে ঢামেকের আইসিইউতে স্বাস্থ্য মন্ত্রী


২ জুলাই ২০১৯ ০৩:৩৮

আহত শাহিনকে দেখতে ঢামেকের আইসিইউতে গেলেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক। সোমবার বিকাল সাড়ে ৪টায় শাহিনকে দেখতে গিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, শাহিনের চিকিৎসায় যা প্রয়োজন হাসপাতাল থেকে সব দেয়া হচ্ছে। তার প্রতি আমাদের বিশেষ নজর আছে প্রধানমন্ত্রীও তার খোজ খবর নিচ্ছে।

সে মা, মা বলছে। আল্লাহ-আল্লাহ বলে ডাকছে। কেউ ডাকলে সাড়া দিচ্ছে। শাহীনের লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে। অক্সিজেন লাগানো আছে। তার অপারেশন সফল হয়েছে, শারিরীক উন্নতি হচ্ছে। তার বিষয়ে আমরা আশাবাদী।

তিনি আরো বলেন, আল্লাহর রহমতে শাহীন সুস্থ হয়ে সে তার কাজে ফিরে যাবে। আমরা চাইনা কেউ এধরনের সন্ত্রাসী হামলার শিকার হোক।

আসামীদের গ্রেফতারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন যদি এখনো গ্রেফতার না হয় আমি আশা করবো মন্ত্রনালয় ও আইনশৃঙ্খলা বাহিনী এবিষয়ে ব্যবস্থা নেবে। বাংলাদেশে কোন সন্ত্রাসী অপরাধ করে পার পায়নি এরাও পাবে না।