ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


মহাসড়ক অবরোধ


৩০ আগস্ট ২০১৮ ২৩:১৭

রাজধানীর উত্তরখানের 'টপজিন্স লিমিটেড ' নামের এক গার্মেন্টসে শ্রমিক নির্যাতন ও বিনা বেতনের ছাটাইয়ের প্রতিবাদে উত্তরায় ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে সহস্রাধিক শ্রমিক। ফলে মহাসড়কের দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে উত্তরার আব্দুল্লাহপুরে এ আন্দোলন শুরু হয়। যা এখনো অব্যাহত রয়েছে।

শ্রমিকরা জানান, উক্ত আন্দোলনে উত্তরার পলমল গার্মেন্টস, চৈর গার্মেন্টস, এপিএস গার্মেন্টস, টপজিন্স লিমিটেডসহ ৭/৮টি গার্মেন্টের শ্রমিকরা রয়েছেন। সবাই টপজিন্স লিমিটেড গার্মেন্টসের শ্রমিকদের নির্যাতন ও বেতন না দিয়ে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।

টপজিন্স লিমিটেড গার্মেন্টসের শ্রমিক মাহমুদুল হাসান মিলন বলেন, 'ঈদের আগের সারা দিন সারা রাত কাজ করিয়ে ২৮ জন শ্রমিককে বিনা বেতনে গার্মেন্টস থেকে বের করে দেওয়া হয়েছে।

এর প্রতিবাদ করেছে তাদেরকেই অমানুষিক নির্যাতন চালিয়েছে গার্মেন্টস কর্তৃপক্ষ। এতে প্রায় ৪ নারীসহ ৭/৯ জন আহত হয়েছেন। তাদের কয়েকজন হাসয়াপাতালে চিকিৎসাধীন রয়েছেন।'

এদিকে শ্রমিকদের বুঝিয়ে আন্দোলন থামাতে ঘটনাস্থলে রয়েছেন বিজিএমইএ'র জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম। তিনি শ্রমিকদের বলেন, 'তোমরা শান্ত হয়ে বাসায় চলে যায়। বিকেলে এর একটি সুরাহা করা হবে।'

কিন্তু শ্রমিকরা বলেন, 'যা করার এখনই করতে হবে। বিকেলের আশা করে কোন লাভ নেই। প্রয়োজনে গার্মেন্টের মালিককে এখই রাস্তা এসে সুরাহা করতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।'

এদিকে আন্দোলনরত শ্রমিকদের দাবি, 'গার্মেন্টসের ভেতরে নির্যাতনের কারণে সুমন, মফিজসহ তিন জন গুরুতর আহত হয়েছেন। তাদের একজন ইতিমধ্যে মারাও গেছেন। তবে তারা নিহতের নাম প্রকাশ করতে অনিচ্ছুক।'

এ বিষয়ে উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুজ্জামান সরদার নতুন সময়কে বলেন, 'শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকরা।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'গার্মেন্টস কর্তৃপক্ষের হাতে শ্রমিক নির্যাতনের ঘটনা শ্রমিকদের মুখে শুনছি। কিন্তু আদৌ সত্য কিনা তা জানা নেই।'