অক্টেভ’র আয়োজনে 'শাস্ত্রীয় যন্ত্রসংগীত সন্ধ্যা’

'শুদ্ধতায় শ্রদ্ধায় সংগীত চর্চা', এই মূল মন্ত্র কে হৃদয়ে ধারণ করে ২০১৭ সালের ১৬ই ডিসেম্বর পথ চলা শুরু করেছিল অনলাইন ভিত্তিক সংগীত সংগঠন 'অক্টেভ'। বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেয়া এবং প্রতিভাবান শিল্পীদের প্রচার ও প্রসারে কাজ করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য। এ কারনেই খুব স্বল্প সময়েই সংগঠন টি অনলাইন দুনিয়ায় ব্যাপক সাড়া পেয়েছে এবং বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ২৪০০০। অনলাইনে ব্যাপক সাফল্য ও সদস্যদের অনুরোধে, ২০১৮ সালের ১৩ই আগস্ট সংগঠন টি শিল্পকলার সংগীত ও নৃত্যকলা মঞ্চে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অফলাইনে আত্মপ্রকাশ করে। তারই ধারাবাহিকতায় ‘অক্টেভ’ গেলো ১১ই জানুয়ারি শিল্পকলার স্টুডিও থিয়েটারে 'শব্দবৃত্তি' আবৃত্তি সংগঠনের সহায়তায় আয়োজন করেছিল 'শাস্ত্রীয় যন্ত্রসংগীত সন্ধ্যা' (Classical Instrumental Night)। মূলত, যন্ত্রসংগীত শিল্পীদের উদ্বুদ্ধ করা ও যন্ত্রশিল্পের প্রসার করাই ছিল এ অনুষ্টানের মূল লক্ষ্য।
মনোমুগ্ধকর এই অনুষ্ঠানটিতে বাদ্যযন্ত্র পরিবেশন করেন প্রথিতযশা চারজন শিল্পী। বিশ্ববিখ্যাত উচ্চাংগ সংগীতশিল্পী ওস্তাদ আয়েত আলী খান এর পৌত্রী প্রফেসর রিনাত ফওজিয়া ও পৌত্র তানিম হায়াত খান রাজিত পরিবেশন করেন সেতার ও সরোদ। সাথে আরো ছিলেন বাংলাদেশ এর প্রথম চাতুরাংগীবাদক দীপন সরকার। তবলায় ছিলেন সঞ্জীব মজুমদার এবং বিশ্বজিত নট্ট। বিশেষভাবে উল্লেখ্য, শুদ্ধ শাস্ত্রীয় সংগীতের এই অনুষ্ঠানটি দর্শণীর বিনিময়ে হলেও তা ছিল দর্শকে পরিপূর্ণ। শিল্পী রা তাঁদের যাদুর অংগুলী স্পর্শে মুগ্ধতায় ভরিয়ে তোলেন সন্ধ্যাটি।
অনুষ্ঠান এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার সূর্য সন্তান মুক্তিযোদ্ধা আশরাফুল আলম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এবং সাংবাদিক কাজী রওনক হোসেন এবং আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক , বিশিষ্ট আবৃত্তিকার ও 'শব্দবৃত্তি' সংগঠন এর সভাপতি আহসান উল্লাহ তমাল। অনুষ্ঠান শেষে শিল্পীদের এবং বিশেষ অতিথি দের হাতে ফুলের তোড়া ও সম্মাননা প্রদান করেন অক্টেভের প্যানেল সদস্যগন।
এমনি ভাবেই অক্টেভ ভবিষ্যতে আরো অনেক অনুষ্ঠানের মাধ্যমে শুদ্ধ সংগীতের চর্চা এবং সংস্কৃতি বিকাশে অবদান রাখতে বদ্ধপরিকর।