ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


জাতির জনকের প্রতি ভালোবাসা


৫ অক্টোবর ২০১৯ ০০:২৮

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। বাংলার মানুষেল কাছে তিনি শেখ মুজিব এবং শেখ সাহেব হিসাবে বেশি পরিচিত ছিলেন এবং তার উপাধি ‘বঙ্গবন্ধু’। বাংলাদেশের কথা বলতে গিয়ে অনিবার্যভাবে এসে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম; যিনি দেশের স্বার্থ ও জনগণের স্বার্থের জন্য নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছিলেন।


এ কারণেই বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক-অভিন্ন। কবি-মনীষী অন্নদাশঙ্কর রায় বাংলাদেশের আরেক নাম রেখেছেন ‘মুজিব ল্যান্ড’। এক অর্থে বঙ্গবন্ধুই বাংলাদেশের ইতিহাস।

মহান এই নেতাকে ভালোবাসেন কোটি বাঙালি। তাদেরই একজন পুলিশ কনস্টেবল নুরুজ্জামান শাহীন। তবে তার ভালোবাসাটা অন্যরকম। আর তাইতো জাতির জনককে ভালোবেসে তার ছবিটি পরিষ্কার করে রাখেন তিনি। প্রতি শুক্রবার বঙ্গবন্ধুর ছবি নিজ হাতে পরিষ্কার করেন শাহীন। তার ভালোবাসার এই দৃষ্টান্ত মন কেড়েছে সবার।

রাজশাীর মোহনপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সন্তান শাহীন। ভোলাহাট থানায় কর্মরত আছেন তিনি।

শাহীন বলেন, মানুষটাকে দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। আমি প্রায়ই তার ছবির দিকে তাকিয়ে থাকি। আর ভাবি কিভাবে এই মানুষকটাকে হত্যা করলো। যারা হত্যা করেছে, ওরা মানুষ হতে পারে না।

তিনি বলেন, বাবার কাছ থেকে বঙ্গবন্ধুর অনেক অনেক গল্প শুনেছি। সত্যি তিনি মহান নেতা। বাঙালির গর্ব, বাঙালির অনুপ্রেরণা।

নতুন সময়/এনকে