ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


জমকা‌লো আ‌য়োজ‌নে অনূর্ধ্ব-২০ ফুটবলের লোগো উন্মোচন


১৪ এপ্রিল ২০১৯ ১০:১২

আগামী ১৭ এপ্রিল শুরু হ‌তে যা‌চ্ছে শেখ কামাল অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল টুর্না‌মেন্ট।  শনিবার (১৩ এ‌প্রিল) রাজধানীর এক‌টি পাঁচ তারকা হোটেলে এ টুর্না‌মে‌ন্টের লোগো উন্মোচন করেছেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (বিডিডিএফএ)।

শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবলে দেশের আটটি বিভাগ দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। নড়াইলে ‘ক’ গ্রুপে খেলবে ঢাকা, খুলনা, রংপুর ও বরিশাল। আর নাটোরে ‘খ’ গ্রুপের লড়াই হবে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহের মধ্যে। ২৫ ও ২৬ এপ্রিল দুটি সেমিফাইনাল এবং ২৮ এপ্রিল ফাইনালের ভেন্যু কক্সবাজার।

জমকা‌লো আ‌য়ো‌জিত এ লো‌গো উ‌ন্মোচন অনুষ্ঠানে শেখ হাফিজুর রহমান জানান, ‘বাংলাদেশে তারুণ্যের প্রতীক হিসেবে শেখ কামাল চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। তার চিন্তা-চেতনায় সর্বদাই ছিল সৃষ্টিশীল উদ্ভাবনী বৈশিষ্ট্য। আশা করি, শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবল বাংলাদেশের তরুণদের মাঝে সাড়া ফেলবে।’

বিডিডিএফএ’র মহাসচিব তরফদার রুহুল আমিন বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার খেলাধুলার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। দেশের ফুটবলে জাগরণ নিয়ে আসার লক্ষ্যে শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি আমরা।'